ধুনট, বগুড়া, প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের জোড়খালী গ্রামের সামাজিক সংগঠন ভোরের আলো ক্লাবের পক্ষ থেকে গরিব দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। শনিবার ২৯ শে মার্চ দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
ক্লাবের সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মেম্বার আবু বক্কর প্রাং।
ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপদেষ্টা আবু হোসেন প্রাং, শহিদ প্রাং, জামাল উদ্দিন, হাসেন আলী, ক্যাশিয়ার আবু তালহা ,সাংগঠনিক সম্পাদক রায়হান, সহ সভাপতি খোকন, যুগ্ন সাধারণ সম্পাদক রানা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাগর সহ প্রমুখ।