ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক সংগঠন স্বপ্নপূরণের উদ্যোগে ১৬০ টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার ২৬ মার্চ দুপুরে মথুরাপুর ইউনিয়নের সাগাটিয়া বাজার এলাকায় এ আয়োজন করা হয়।
স্বপ্নপূরণ সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।
সংগঠনের সহ সভাপতি বরকত উল্লাহ আপালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও জিএমসি ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মাহবুবুর রহমান ফিরোজ, মথুরাপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের, ইউপি সদস্য আমিরুল ইসলাম, প্রভাষক আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, শিল্পপতি মোবারক হোসেন, সমাজ সেবক তোফায়েল আহমেদ, ওসমান গনি, সমাজ সেবক মোজাফফর আলী ও সংগঠনের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, কোষাধ্যক্ষ মজনু সেখ।
উল্লেখ্য, গত ২০২২ সালে সাগাটিয়া, হিজুলী, শ্যামগাতী গ্রামের তরুণ উদ্যোমী স্বেচ্ছাসেবী যুবকদের উদ্যোগে মানবিক সহায়তা পৌঁছে দেবার লক্ষ্যে স্বপ্নপূরণ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের অগ্রযাত্রা শুরু হয়। এ সংগঠনের মাধ্যমে এলাকায় বৃক্ষরোপণ, স্বাস্থ্যসেবা, নলকূপ প্রদান, রাস্তা সংস্কার, হুইলচেয়ার প্রদান, শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা সহ বহুমুখী কার্য সম্পাদন হচ্ছে।