ধুনট,বগুড়াঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া ধুনট থানার গোপালনগর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে অত্র ইউনিয়নের গন্যমান্য ও সুধীজনের সম্মানে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার (২৩ মার্চ) বিকাল চারটায় গোপালনগর স্থানীয় এক স্কুল মাঠে আছাদ উল্লাহ খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া -৫ শেরপুর – ধুনট আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, শেরপুর উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাওলানা মোঃ দবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম ও সেক্রেটারি প্রভাষক মোঃ আব্দুল করিম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে, একজন সেনা প্রধান প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হয়ে ভারতের স্বার্থ রক্ষা ও তাদের গোয়েন্দা সংস্থা র এর এজেন্ট বাস্তবায়ন করতে উঠে পড়ে লেগেছে সুতরাং আমাদের সবাইকে সচেতন থাকতে হবে দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র সম্মিলিত ভাবে রুখে দিতে হবে। তিনি আরো বলেন , দেশের সব টাকা বিদেশে পাচার করা হয়েছে অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দেয়া হয়েছে। তিনি রমজানের শিক্ষায় তাকওয়া অর্জন করে বাকি জীবন পরিচালনা করার উদাত্ত আহ্বান জানান।