ঢাকাWednesday , 7 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় বেগম জিয়ার মাগফেরাত কামনা ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়।

দেশ চ্যানেল
January 7, 2026 12:02 pm
Link Copied!

বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার,নওগাঁ

নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ জাহিদুল ইসলাম ধলু-র উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও সাংবাদিকদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (০৭ জানুয়ারি, ২০২৬) দুপুরে শহরের বইপট্টি এলাকায় অবস্থিত আয়োজন কমিউনিটি সেন্টারে এই দোয়া ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ভিপি রানাসহ  বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং নওগাঁর কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দেশবাসীর কল্যাণ প্রার্থনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

দোয়া মাহফিল পরবর্তী মতবিনিময় সভায় জনাব মোঃ জাহিদুল ইসলাম ধলু উপস্থিত সাংবাদিকদের সাথে এলাকার সার্বিক পরিস্থিতি ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন:”বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক। তাঁর আদর্শকে ধারণ করেই আমরা নওগাঁর মানুষের সেবা করতে চাই। সাংবাদিকরা সমাজের দর্পণ, তাই এলাকার উন্নয়নে আপনাদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য।”

অনুষ্ঠানে নওগাঁ জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের বক্তব্য তুলে ধরেন। বক্তারা ঐক্যবদ্ধভাবে আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST