বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার,নওগাঁ
নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ জাহিদুল ইসলাম ধলু-র উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও সাংবাদিকদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (০৭ জানুয়ারি, ২০২৬) দুপুরে শহরের বইপট্টি এলাকায় অবস্থিত আয়োজন কমিউনিটি সেন্টারে এই দোয়া ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ভিপি রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং নওগাঁর কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দেশবাসীর কল্যাণ প্রার্থনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
দোয়া মাহফিল পরবর্তী মতবিনিময় সভায় জনাব মোঃ জাহিদুল ইসলাম ধলু উপস্থিত সাংবাদিকদের সাথে এলাকার সার্বিক পরিস্থিতি ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন:”বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক। তাঁর আদর্শকে ধারণ করেই আমরা নওগাঁর মানুষের সেবা করতে চাই। সাংবাদিকরা সমাজের দর্পণ, তাই এলাকার উন্নয়নে আপনাদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য।”
অনুষ্ঠানে নওগাঁ জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের বক্তব্য তুলে ধরেন। বক্তারা ঐক্যবদ্ধভাবে আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

