মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁঃ
অদ্য কার ২০/১১/২৫ ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে কারিতাস রাজশাহী অঞ্চলের আওতায় কারিতাস নিয়ামতপুর উপজেলায় কল প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন ও সঞ্চালনায করেন উপজেলা অফিসার মি: বাবুলাল তিরকীর কারিতাস বাংলাদেশ সম্পর্কে ও কারিতাস কল প্রকল্পের বিস্তারিত মাল্টিমিডিয়া মাধ্যমে স্পষ্ট ধারণা প্রদান করেন প্রকল্প ম্যানেজার মো: আবুল বাসার মোল্লা,, উক্ত আলোচনা সভায় জলবায়ু বিরুপ প্রভাব মোকাবেলা, পুষ্টি, খাদ্য নিরাপত্তা,, কৃষি টেকসই উন্নয়ন মুলক পদ্ধতি কথা কথা গুরুত্ত সহকারে তুলে ধরা হয়,,,, উক্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসা মুর্শিদা খাতুন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মেডিকেল অফিসার ফয়সাল নাহিদ পবিত্র,আরও উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা সাদিকুল ইসলাম মন্ডল মহিলা বিষয় কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান , নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামতপুর শাখার সভাপতি মোঃ আব্দুল আজিজ শেখ, ৮ টি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, কমিউনিটি কৃষক বৃন্দ, যুবক, কিশোর দলের প্রতিনিধি সহ,,,কল প্রকল্পের ফিল্ড ফ্যাসিলেটাটর মি: সাগর টুডু সহ প্রমুখ।

