মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁ
নওগাঁর নিয়ামতপুরে স্কুলের উন্নয়নের নামে দুই শিক্ষক শিরোনামে এর বিরুদ্ধে গুজিশহর হাটে ইজারদারকে বাদ দিয়ে জোরপূর্বক খাজনা উত্তোলনের অভিযোগ উঠেছে এমন সংবাদ প্রকাশিত হওয়ায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে গুজিশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন ও বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজের প্রভাষক বাবুল আক্তার ।
সোমবার (০৩ ফেরুয়ারি) দুপুরে নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলন করেন নূরুল ইসলাম ও বাবুল আক্তার ।
এ বিষয়ে বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজের প্রভাষক বাবুল আক্তার বলেন, গুজিশহর উচ্চ বিদ্যালয় সংলগ্ন হাট আহসান হাবীব নামের এক ব্যক্তি সরকারি নিয়ম অনুযায়ী এক বছরের জন্য গুজিশহর হাট ইজারা নেন। কিন্ত শ্রীমন্তপুর ইউনিয়নের বৈরকুড়ি গ্রামের ওহির উদ্দিন নামের এক ব্যক্তি আমাদের সুনাম ক্ষুন্ন করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ ও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে । তা এ ধরনের কর্মকাণ্ডের সাথে আমরা কোনভাবেই জড়িত নয়। আমরা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
লিখিত বক্তব্য গুজিশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন আরো বলেন,প্রতিবছরের ন্যায় মেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হাট ইজারা নেওয়া ব্যক্তির সাথে সমন্বয় করে মৌখিক আলোচনায় এক মাসের হাটের টাকা স্কুলের ফান্ডে জমা হয়। এবারও হাট কমিটির সাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে ৭টি হাটের খাজনা স্কুল কমিটির হাতে দেওয়ার কথা ছিল।কিন্তুু হঠাৎ করে গত শনিবারে শ্রীমন্তপুর ইউনিয়নের বৈরকুড়ি গ্রামের ওহির উদ্দিন ও গুজিশহর হাটের ইজারাদার প্রতিনিধিরা আমাকে নিয়ে একটা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদান করেছে। এমন অবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। উক্ত সংবাদ সম্মেলনে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাছি।
এ সময় উপস্থিত ছিলেন- গুজিশহর প্রেমগোসাই মেলা কমিটির সভাপতি শ্রী দিনেশ প্রমানিক ও স্থানীয় ব্যাক্তিবর্গ । স্থাণীরা বলেন গুজিশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন ও বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজের প্রভাষক বাবুল আক্তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন । তাছাড়াও আমরা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।