মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁ।
“নওগাঁর নিয়ামতপুর উপজেলায় মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা বিষয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ।
সোমবার ( ২৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান,নিয়ামতপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল লতিফ,সমাজ সেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল, উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল হক ,বিআরডিপির চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, পল্লী বিদ্যুতের ডিজিএম মেজবাহুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, জনস্বাস্থ্য অফিসের কর্মকর্তা বাবুল আক্তার, নিয়ামতপুর থানার সাব-ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম, নিয়ামতপুর উপজেলা মডেল প্রেস ক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামতপুর শাখার সভাপতি আব্দুল আজিজ শেখ।
এ সময় সকল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,সাংবাদিকসহ প্রমুখ ।
সভায় উপজেলার সমস্যা ও উন্নয়ন ও নাশকতা, মাদক, ও বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

