ঢাকাTuesday , 7 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ন‌ওগাঁর নিয়ামতপুরে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
October 7, 2025 2:33 pm
Link Copied!

মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁ

আজ মঙ্গলবার (৭ অক্টোবর ) সকাল ১১ টার সময় নিয়ামতপুরে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিয়ামতপুর উপজেলা প্রশাসনের সামনে এসে শেষ হয়। পরে নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিয়ামতপুর উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন । সভাপতির বক্তব্যে সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল বলেন, প্রবীনদের দেখাশোনার দায়িত্ব প্রত্যেকটা পরিবারের সন্তানদের রয়েছে। যদি কোন প্রবীণ বাবা-মাকে কোন সন্তান দেখাশোনা না করে ,তাহলে বাংলাদেশ আইন অনুযায়ী জরিমানা ও সশ্রম কারাদণ্ডের ব্যবস্থা রয়েছে। সুতরাং প্রত্যেকটি প্রবীণ ব্যক্তিকে তার সন্তানাদির দায়িত্ব ও কর্তব্য রয়েছে, তাদেরকে সঠিকভাবে দেখাশোনা করা।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, প্রাথমিক শিক্ষা অফিসার তরিকুল ইসলাম ,জনস্বাস্থ্য অফিসার বাবুল হোসেন, মৎস্য অফিসার শরিফ‌উল ইসলাম ,নিয়ামতপুর উপজেলা মডেল প্রেস ক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামতপুর শাখার সভাপতি মোঃ আব্দুল আজিজ শেখসহ বিভিন্ন কর্মকর্তা ও প্রবীণগণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST