ঢাকাThursday , 28 November 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • নওগাঁর বদলগাছীতে ন্যায্য মূল্যের দোকান উদ্বোধন।

    দেশ চ্যানেল
    November 28, 2024 3:21 am
    Link Copied!

    মোঃ মাহবুব আলম শাওন বদলগাছী উপজেলা প্রতিনিধি

    নওগাঁর বদলগাছীতে ন্যায্য মূল্যের দোকানের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলা চত্বরে এ দোকানের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।

    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ উপজেলার আন্দোলনকারী শিক্ষার্থী আতিকুর রহমান, আব্দুল্লাহ আল সাদিক, আব্দুর রহমান সিজান ও মো. সজিব ন্যায্য মূল্যের দোকানে বিভিন্ন পণ্য বিক্রির উদ্যোগ গ্রহণ করেন।তাদের সার্বিক সহযোগিতা প্রদান করছেন বদলগাছী উপজেলা প্রশাসন।

    আজ আলু এবং পেঁয়াজ দিয়ে পণ্য বিক্রয় শুরু করা হয়। পেঁয়াজ প্রতি কেজি ১১৫ টাকা এবং আলু প্রতি কেজি ৭২ টাকা দরে এসব পণ্য বিক্রয় করা হচ্ছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ প্রমূখ।

    উদ্যোগ গ্রহণকারী শিক্ষার্থীরা জানান, বাজারে নিত্য ও প্রয়োজনীয় পণ্যের মূল্য ব্যাপক ঊর্ধ্বগতি। কিছু কিছু পণ্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। মানুষের এই দুর্দশা লাঘব করার জন্য আজ আলু এবং পেঁয়াজ বিক্রির মাধ্যমে ন্যায্য মূল্যের দোকানের কার্যক্রম শুরু করা হলো। যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে পর্যায়ক্রমে সেসব পণ্য আমরা কিনে নামমাত্র লাভে বিক্রয়ের চেষ্টা করবো।

    উক্ত বিষয়ে ক্রেতাদের কাছে জানতে চাইলে তারা জানান, নিত্য পণ্যের দাম যেহালে বাড়তে শুরু করেছে আর দুইদিন পর পণ্যগুলো আমাদের নাগালের বাহিরে চলে যাবে। আজ ন্যায্য মূল্যের দোকান থেকে পণ্য ক্রয় করতে পেরে আমরা অনেক খুশি।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, সাধারণ মানুষ যাতে অল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে সে কারণে আমরা অল্প কিছু পণ্য দিয়ে এর কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে পণ্য আরো বৃদ্ধি করা হবে এবং খুবই অল্প লাভে এ পণ্যগুলো বিক্রয় করা হবে যাতে দোকানের পরিচালনা খরচটা বহন করা যায়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST