মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁ
অদ্য ১২ অক্টোবর রবিবার ২০২৫ তারিখে নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, শাকিল আহমেদ এর নেতৃত্বে নওগাঁ জেলার সদর উপজেলার দুবলহাটী বাজারে অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে একটি মুদি দোকান হতে আনুমানিক ১৭ কেজি পলিথিন জব্দ করা হয় এবং একটি মামলা দায়েরের মাধ্যমে দোকান মালিক কে ১০০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় । ভবিষ্যতে অবৈধ পলিথিন ব্যবহার না করার জন্য উক্ত প্রতিষ্ঠানসহ বাজারের অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হোসাইন। জেলা পুলিশ, নওগাঁর একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তর, নওগাঁর সহকারী পরিচালক নাজমুল হোসাইন জানান।