জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের সভাপতিত্বে বক্তব্য দেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ হাদিউজ্জামান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরাদুজ্জামান, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর, সাংবাদিক সরদার রইচ উদ্দিন টিপু প্রমুখ।
এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ মাসুম খান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাফেজা খাতুন, লোহাগড়া লক্ষীপাশা জোনাল অফিসের ডিজিএম আবু আনাস মোঃ নাসের, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া খানমসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।