ঢাকাThursday , 8 May 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে নিউজ প্রকাশে সাংবাদিককে মেরে ফেলার হুমকি।

Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় সাংবাদিককে মুঠোফোনে মেরে ফেলার হুমকি দেয়ার ঘটনায় রাসেল শেখ (৩৩) নামে এক ব্যক্তির বিরুদ্ধে লোহাগড়া থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।

অভিযুক্ত ওই ব্যক্তি নড়াইল সদর উপজেলা বাশগ্রাম ইউনিয়নের পুরাতন শালিখা গ্রামের মৃত হাসান শেখের ছেলে রাসেল শেখ ডিটান। তিনি বর্তমানে সাতক্ষীরা জেলায় পল্লী বিদ্যুৎ অফিসে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত আছেন।

বুধবার (৭ মে) ভুক্তভোগী সাংবাদিক মো: আজিজুর বিশ্বাস লোহাগড়া থানায় একটি সাধারণ ডাইরি করেন।

ভুক্তভোগী সাংবাদিক আজিজুর বিশ্বাস (৩৫) উপজেলার রামেশ্বরপুর গ্রামের মৃত আব্দুর রশিদ বিশ্বাসের ছেলে। তিনি দৈনিক প্রবাহ পত্রিকায় লোহাগড়া উপজেলা প্রতিনিধি নড়াইল হিসেবে কর্মরত আছেন।

৫ মে বেলা ১১ দিকে সাংবাদিক আজিজুর বিশ্বাসসহ অন্যান্য সাংবাদিকরা নড়াইল ট্রাফিক পুলিশের অভিযানে ভিডিও ধারন করেন এবং পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়া ভিডিও ফেইসবুকে পোষ্ট করেন। ওই ভিডিও দেখে অভিযুক্ত রাসেল শেখ ডিটান সাংবাদিক আজিজুল বিশ্বাসের উপর ক্ষিপ্ত হয়ে বুধবার (৭ মে) মোবাইল ফোনের এই নং০১৮৯৭৯৫৩৬৯৭ থেকে ফোন দিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে।

ভুক্তভোগী আজিজুর বিশ্বাস বলেন,আমি সত্য প্রকাশ করায় আমাকে মারধর ও প্রাণ নাশের হুমকি দিয়েছে রাসেল শেখ ওরফে ডিটান নামে এক ব্যক্তি। আমি প্রশাসনের কাছে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

এ অভিযোগের ব্যাপারে অভিযুক্ত রাসেল শেখ ওরফে ডিটানকে মুঠোফোনে কল দিয়ে হুমকি ও মারধরের বিষয়টি জানতে চাইলে তিনি অকপটে স্বীকার করেন। পরবর্তীতে আবারো যোগাযোগের চেষ্টা করে হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ঘটনায় সাংবাদিক মহলে আলোচনা ও ন্যায় বিচারের দাবীর ঝড় উঠেছে। দোষীকে আইনের আওতায় এনে শাস্তির দাবী সকল সাংবাদিকের।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান জানান, সাংবাদিক আজিজুর বিশ্বাস লোহাগড়া থানায় একটি জিডি করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST