সরদার রইচ উদ্দিন টিপু নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া পৌরসভায় মধুমতি আর্মি ক্যাম্প, মল্লিকপুর ইউনিয়নের মল্লিকপুর একাডেমি ও তার পৈতৃক নিবাস করফা গ্রামে ১০ শষ্যা বিশিষ্ট নব নির্মিত হাসপাতাল ঘুরে দেখেন।
আজ ১০ অক্টোবর মংগলবার বিকালে সেনাপ্রধান জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ ঢাকা থেকে সড়ক পথে দুপুরে মধুমতি আর্মি ক্যাম্পে আসেন। ক্যাম্প থেকে গাড়ি যোগে পিতার সৃতি বিজড়িত মল্লিকপুর ম্যাধ্যমিক একাডেমির শিক্ষক ও ছাত্রদের সাথে কুশল বিনিময় করে সেনাপ্রধান তার পৈত্রিক নিবাস করফা গ্রামে অধ্যাপক শেখ মোঃ রোকন উদ্দিন আহমেদের নামে ১০ শষ্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র ঘুরে দেখেন এবং এলাকাবাসীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে লক্ষীপাশা শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে হেলিকপ্টার যোগে নড়াইল ত্যাগ করেন।
এসময় সেনাপ্রধানের সাথে উপস্থিত ছিলেন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ।

