জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের বার্ষিক সাধারণ সভা—২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারী) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রবীণ হিতৈষী সংঘের বিদায়ী সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নূরুল ইসলামের সঞ্চালনায় এবং সভাপতি আলহাজ্ব আ. সামী মোল্যার সভাপতিত্বে দুই পর্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস এবং বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান।
অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আহসান মাহমুদ রাসেল, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ এবং প্রবীণ হিতৈষী সংঘের আজীবন ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় পর্বে আলহাজ্ব আ. সামী মোল্যাকে সভাপতি (পুণ.), আলহাজ্ব মো. শামসুর রহমানকে সাধারণ সম্পাদক এবং আলহাজ্ব সৈয়দ নাসিমুল ইসলামকে কোষাধ্যক্ষ (পুণ.) মনোনীত করে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ প্রবীণ হিতৈষী নড়াইল জেলা কমিটি গঠন করা হয়েছে। এ তিনজন আগামী ১০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করবেন বলে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহন করা হয়।

