জেলা প্রতিনিধি নড়াইল
নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশায় নড়াইল অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১ লা নভেম্বর বিকালে পৌরসভার লক্ষীপাশা খেয়াঘাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সার্জেন্ট (অবঃ) ফরিদুজ্জামান ফরিদের সভাপতিত্ব আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক সার্জন মাসুদ, সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান, সার্জেন চুনু মোল্লা, কর্পোরাল মাহবুব, উপদেষ্টা মন্ডলী সদস্য সহ অনেকে।
বক্তারা বলেন সমিতির অফিসের জন্য নির্ধারিত স্থান নির্বাচন, অবসরপ্রাপ্ত কোন ব্যাক্তি ( সেনা সদস্য) মারা গেলে তার দাফনের জন্য সমিতির পক্ষ থেকে ৫ হাজার প্রদান করা হবে। ২১ শে নভেম্বর উপলক্ষে আলোচনা ও বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হবে।

