নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এক ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত।
শনিবার (১৫মার্চ) কুর্শি ইউনিয়ন তাহিরপুর গ্রামের শাহী ঈদগায় বিকাল ৩টায় ওয়ার্ড সভাপতি খলিলুর রহমান নফিসের সভাপতিত্বে ও কাওসার আহমদ এর সঞ্চালনায় এক বিশাল ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট মহানগর সেক্রেটারি জননেতা মো: শাহজাহান আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা জামায়াত আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী,সেক্রেটারি সাইদুল হক চৌধুরী,ফিউচার টেকনিক্যাল ইন্সটিটিউট এর চেয়ারম্যান মাস্টার সোহেল আহমেদ, সাবেক উপজেলা আমীর মাওলানা ইসমাইল হোসেন জসীম, সাবেক সেক্রেটারি আশরাফুল ইসলাম,ইউনিয়ন জামায়াত সভাপতি মো: আতাউর রহমান,সেক্রেটারি শহিদুল হক,সহ-সভাপতি লোকমান আহমদ,জানায়াত নেতা মামুন মিয়া,প্রমুখ।
ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি পেশার সহশ্রাধীক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তৃতায় রমজানের তাৎপর্য এবং ইসলামের আলোকে সমাজ গঠনের বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, “রমজান আত্মশুদ্ধির মাস। এ মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের ন্যায়পরায়ণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন আব্দুলআহাদ,সাইফুল,সাকিব,মাসুম,নাঈম,সুমন,ইব্রাহিম,কামরান,প্রমুখ।
দেশের সার্বিক পরিস্থিতি, ইসলামী মূল্যবোধের চর্চা ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।