নবীগঞ্জ প্রতিনিধি : তুহিন আলম রেজুয়ান
নবীগঞ্জ ইউনাইটেড ফুটবল একাডেমি মত বিনোময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২রা মার্চ, রোজ শনিবার ৮ ঘটিকার সময় নবীগঞ্জ শহরের নাইস বাংলা রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ ইউনাইটেড ফুটবল ক্লাব দীর্ঘ ১৫ বছর যাবত সারা বাংলাদেশে সুনাম কামিয়ে আসছে। কিন্তু হাজারো ব্যস্ততার জন্য ক্লাবের ফুটবলাররা গতো কয়েক বছর ক্লাবকে সময় দিতে পারেন নি। এমতাবস্তায় ক্লাবের সিনিয়র এবং বর্তমান সদস্যরা মিলে ক্লাবের পুরনো মর্যাদা ফিরিয়ে আনতে একটি যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহন করেছেন। তারা নবীগঞ্জ ফুটবল একাডেমি নামে একটি একাডেমি গঠন করেছেন। যেখানে বয়স ভিত্তিক ভাবে ফুটবলারদের অনুশীলন করানো হবে, যা বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে আরো সাহায্য করবে। রেজিষ্ট্রেশন করার মাধ্যমে একাডেমিতে ভর্তি হতে হবে এবং রেজিষ্ট্রেশন ফরমে একাডেমির নিয়ম কিছু উল্লেখ থাকবে যা অবশ্য পালনীয়।
উক্ত মত-বিনোময় সভায় সভাপতিত্ব করেন নজরুল করিম , সভাপতি, নবীগঞ্জ ইউনাইটেড ফুটবল একাডেমি
সদরুল আমিন পাবেল সহ-সভাপতি, নবীগঞ্জ ইউনাইটেড ফুটবল একাডেমি
ওহী দেওয়ান চৌধুরী সাধারণ সম্পাদক, নবীগঞ্জ ইউনাইটেড ফুটবল একাডেমি) তৌহিদুল ইসলাম শয়ন, নবীগঞ্জ নুরুল হক ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা নুরুল হক, নবীগঞ্জ ইউনাইটেড ফুটবল একাডেমির কোচ এবং প্লেয়ার মুরাদ আহমেদ, বাংলাদেশ বয়স ভিত্তিক জাতীয় দলের প্লেয়ার ইব্রাহিম খলিল আকাশ, নবীগঞ্জ ইউনাইটেড ফুটবল একাডেমি এর সাবেক খেলোয়াড় আমজাদ আলী, নবীগঞ্জ ইউনাইটেড ফুটবল একাডেমির দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম নয়ন,নবীগঞ্জ ইউনাইটেড ফুটবল একাডেমী সাবেক খেলোয়ার বিপলু মিয়া,প্রমোখ।

