টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে নাগরপুর উপজেলা ছাত্রদলের আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এ উপলক্ষে নাগরপুর সরকারি কলেজ মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেলের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহিনুর রহমান মনিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। এতে প্রধান বক্তা ছিলেন, নাগরপুর উপজেলা ছাত্রদলের ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের সভাপতি-সাধরণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রদলের খন্ড-খন্ড মিছিল নিয়ে নাগরপুর কলেজ মাঠে সমাবেত হয়। পরে একটি বিশাল বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালীটি নাগপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় কলেজ মাঠে এসে শেষ হয়।