ঢাকাSaturday , 2 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে গ্যাস বিষ্ফোরণে মা ও ছেলে দগ্ধ

দেশ চ্যানেল
December 2, 2023 5:19 pm
Link Copied!

মোঃরইস উদ্দীন রিপন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ নিতাইগঞ্জ মোল্লাপাড়া এলাকায় মা ও ছেলের দগ্ধ হওয়ার ঘটনা ঘটছে।রুমে জমে থাকা গ্যাস থেকে বিষ্ফোরণ হয়ে এই দুর্ঘটনা ঘটে।শনিবার(২ ডিসেম্বর)সকাল প্রায় ৭ টার দিকে নগরীর নিতাইগঞ্জ মোল্লাপাড়া এলাকার একটি বাড়ির ৩য় তলায় এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় দগ্ধরা হলোঃ মা,সীমা বেগম(৪৮) ও তার ছেলে রোমান হোসেন (২৩)।এই দুর্ঘটনায় মা,সীমা বেগমের শরীর ৬০ শতাংশ ও ছেলে রোমানের ১৪ শতাংশ পুড়ে গেছে। তথ্যটি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃতরিকুল ইসলাম।পারিবারিক সূত্রে জানা যায়- বাড়িটিতে মা ও ছেলে ২জনই থাকতেন। সীমা বেগম গৃহিণী এবং তার ছেলে রোমান স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। রাতে তাদের বাসায় লাইন থেকে গ্যাস লিকেজ হওয়ায় গ্যাসের গন্ধ আসতে থাকে। তবে এই বিষয়টি আশপাশের কাউকে অবিহিত না করে,অলসতায় ঘুমিয়ে পড়েন মা ও ছেলে।সকালে মা,সীমা বেগম ঘুম থেকে উঠে রান্না করার জন্যে রান্নাঘরে যায়।ম্যাচের শলাকায় ঘষা দিতেই রান্নাঘরে আগুন জ্বলে উঠে এবং পুরো ঘরে সেই আগুন ছড়িয়ে গেলে,মা-সীমা বেগম এবং ঘুমিয়ে থাকা ছেলে রোমানের শরীরে আগুন লেগে যায়।মা ও ছেলের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে,প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রন সহ মা ও ছেলেকে আগুনে দগ্ধ অবস্থায় উদ্ধার করে। তাৎক্ষণিক প্রতিবেশীরা তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডঃ.মোঃ তরিকুল ইসলাম জানান-মা,সীমা বেগমের শরীর ৬০ শতাংশ এবং ছেলে রোমানের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে।মায়ের অবস্থা আশঙ্কাজনক,তাকে ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে(এইচডিইউ)ভর্তি রাখা হয়েছে। আর রোমানকে অবজারভেশনে রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST