ঢাকাSunday , 12 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে যুবকের মৃত্যু।

দেশ চ্যানেল
October 12, 2025 10:55 am
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝগড়া থামাতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।রোববার দুপুরের দিকে ফতুল্লা রামারবাগ এলাকায় এই ঘটনাটি ঘটে।নিহত বিকাশ(৪৩) সুনামগঞ্জ জেলার শাল্লা থানার বড়গাও গ্রামের বারীন্দ্র দাসের ছেলে।তিনি পরিবারের সঙ্গে রামারবাগ এলাকায় সোলেয়মান আর্মির ভাড়া বাড়িতে বসবাস করতেন।স্থানীয় সূএে জানাযায়-নিহত বিকাশের মামাতো বোন ও তার মামাতো বোন জামাই তর্ক বিতর্কের মাধ্যমে প্রথমে ঝগড়া শুরু করে।যা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।একই বাড়িতে পাশাপাশি ঘরে ভাড়া থাকার সুবাদে ঝগড়ার বিষয়টি শুনতে পেয়ে বিকাশ বোনের ঘরে ছুটে যায়।সেখানে গিয়ে বিকাশ মামাতো বোন ও তার স্বামীর ঝগড়া মিটানোর চেষ্টা করে।কিন্তু স্বামী স্ত্রীর উত্তেজনার কারণে ঝগড়া থামাতে গিয়ে এক পর্যায়ে জানালার সঙ্গে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়েন বিকাশ।পরে তাকে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় শহরের খাঁনপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।পুলিশ খবর পেয়ে মামাতো বোন শিল্পী আক্তার(৩৪)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন।ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রেহানুল ইসলাম বলেন-বিকাশ তার মামাতো বোন ও বোনের স্বামীর ঝগড়া থামাতে গিয়ে জানালার সঙ্গে হঠাৎ ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়ে।গুরুতর আহত অবস্থায় খাঁনপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাশকে মৃত বলে ঘোষণা করেন।ফতুল্লা মডেল থানার পরিদর্শক(তদন্ত)আনোয়ার হোসেন বলেন-ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিকাশের মরদেহ খানপুর হাসপাতালে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST