মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘরের চালে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।শনিবার দুপুরের দিকে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।বিদ্যুৎ স্পৃষ্ট নিহতের নাম মোসাঃ লায়লা(৩০) কাশিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাজীপাড়া এলাকার মৃত রব মিয়ার মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়-দুপুরের দিকে লায়লা নিজ ঘরের চালের উপর কাজ করতেছিলো।কাজের সময় সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ছটফট করতে থাকেন।তাঁর চিৎকার শুনে প্রতিবেশী ২জন ব্যক্তি ছুটে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত লায়লাকে নারায়ণগঞ্জ জেনারেল(ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে,হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।পরে স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে আসেন।ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) আনোয়ার হোসেন জানান-বিদ্যুৎ স্পৃষ্টে মারা যাওয়ার কোনো খবর এখনো আমাদের কাছে আসেনি।যদি পরিবার লিখিতভাবে জানায় বা অভিযোগ দেয় তাহলে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নিবো।