মোঃরইস উদ্দীন রিপন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে বাসচাপায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।বুধবার সকাল ১১ টা ৩০ মিনিটের দিকে,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইন বোর্ডের সাহেবপাড়া মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানায়-বুধবার সকাল ১১ টা ৩০ মিনিটের দিকে,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে হিমালয় পরিবহনের একটি বাস এসে ব্যাটারি চালিত রিক্সা চালককে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে,রিকশাচালক মাটিতে লুটিয়ে পড়ে।তখন বাসটি রিকশাচালকের উপর দিয়েই চলে গেলে ঘটনাস্থলে রিকশাচালকের মৃত্যু ঘটে।তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ সহ স্থানীয় জনতারা বাসটিকে আটক করে।এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার সিমরাইল জোনের টিআই একে এম শখুরুদ্দিন জানান-ঘটনার খবর আমাদের কাছে পৌঁছা মাত্রই আমরা ঘঠনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি।ঘাতক চালক ও হেলপারকে আটক করা হয়েছে।নিহতের নাম পরিচয় জানার জন্যে পিআিইবিকে জানানো হয়েছে।এই ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।