ঢাকাMonday , 27 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জ সুতার কারখানায় অগ্নিকাণ্ড

দেশ চ্যানেল
November 27, 2023 5:14 pm
Link Copied!

মোঃ রইস উদ্দিন রিপন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ জালকুড়ি এলাকার একটি সুতার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।সোমবার(২৭ নভেম্বর)সন্ধ্যা প্রায়৫:৩০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে।কারখানার আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট কাজ করে দীর্ঘসময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানাযায়-সন্ধ্যার সময় তাহমিদ রোটর ইর্য়াং মিল নামে একটি সুতার কারখানায় আগুনের সূত্রপাত হয়।মুহূর্তেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়লে,স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে অবহিত করে।কারখানাটির মালিক হাফেজ হাফিজুর রহমান জানানঃসুতার দাম বাড়লে বিক্রি করবে এই আশায় তার কারখানায় অনেক টাকার মাল মজুদ ছিল।এই মালামাল বিক্রি করে তার বকেয়া থাকা ১৫ লাখ টাকা বিদ্যুৎ বিল দেওয়ার কথা ছিল।কিন্তু অগ্নিকান্ডে নি:স্ব হয়ে গেছেন করুন কন্ঠে বলেন তিনি।ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান-খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।এখনো পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে না আসলেও আগুনের মাত্রা আগের চেয়ে কমেছে।তিনি আরও জানান, কারখানাটিতে প্রচুর পরিমানে তুলা মজুদ ছিলো।তাই আগুন নিয়ন্ত্রণে আনতে একটু সময় লাগছে। আশা করছি খুব শীঘ্রই আগুন নিয়ন্ত্রণে চলে আসবে।তবে আগুনের ঘটনায় কেউ আহত হননি।বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আগুন নিয়ন্ত্রণে আসার পর জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST