ঢাকাSunday , 14 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নিয়ামতপুরে “বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ শুভ নববর্ষ অনুষ্ঠিত 

দেশ চ্যানেল
April 14, 2024 4:36 pm
Link Copied!

মোঃ আব্দুল আজিজ নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি:

“বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ শুভ নববর্ষ ।এই দিনটি নওগাঁ নিয়ামতপুরে রবিবার (১৪ এপ্রিল) নানা আয়োজনের মাধ্যমে জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয় ।

 

দিনের প্রচন্ড খরতাপ উপেক্ষা করে মানুষ ছুটেছে অনুষ্ঠান স্থলের দিকে। বিভিন্ন ঐতিহ্যবাহী বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠানে সারাদিন ব্যস্ত ছিল বাঙালিরা। সব জীর্ণতা ছেড়ে তরুণ-তরুণী, শিশু-যুবক-বৃদ্ধ যেন বাঁধন ছেড়ে ছুটেছে নতুনের দিকে।

 

১৪ এপ্রিল পহেলা বৈশাখ  সূর্যোদয় নিয়ে এসেছে ১৪৩০ বঙ্গাব্দের নতুন বারতা। জীর্ণ পুরাতন সব মুছে দিয়ে নতুনের বার্তা আনে  আরেক বৈশাখ।  শুরু হল আরেকটি বছরের পথচলা।

 

সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উগ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে তিন মাথার মোড় পর্যন্ত  এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।  এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ  নতুন প্রজন্মের প্রতি শিকড়ের সন্ধানে বাঙালি সংস্কৃতির ঐতিহ্যের নানা দিক তুলে ধরার আহ্বান জানান। শোভাযাত্রায় বিপুল সংখ্যক ছাত্র/ছাত্রী, শিক্ষক/শিক্ষিক, সরকারী কর্মকর্তা কর্মচারী ও সাধারণ মানুষ যোগ দেন।

মঙ্গল শোভাযাত্রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ ফরিদ আহমেদ  মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইমতিয়াজ মোরশেদ , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপম দাস  অফিসার ইন চার্জ জনাব মোঃ মাইদুল ইসলাম বীরমুক্তিযোদ্ধা সুভাষ কান্ত সরকার, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম,  প্রমুখ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST