রাশেদুল ইসলাম নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা সুনামধণ্য শিক্ষা প্রতিষ্ঠান ডেসটিনি কলেজে ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন চৌধুরীর পক্ষ থেকে ডেসটিনি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ফুল সেট বই উপহার দিয়ে শিক্ষা ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন
রবিবার (৫ নভেম্বর) সকাল ১১ টায় মোহাম্মদপুর ইউনিয়নে অবস্থিত ডেসিটিনি কলেজ মিলনায়নতনে ডেসটিনি কলেজের অধ্যক্ষ কেশব চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর, বিশেষ অতিথি ছিলেন, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মহি উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানা উল্যাহ বি.কম,মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য সামছুল আলম বাহার,সমাজ সেবক আবুল বাসার, ডেসটিনি কলেজ পরিচালনা কমিটির সদস্য মোঃ ফরিদ আখতার, ডেসটিনি কলেজ প্রভাষক আকবর হোসেন সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফারুক চৌধুরী, কলেজ ছাত্রলীগ সভাপতি রুবেল চৌধুরী সহ প্রমুখ।
তাছাড়া আরো উপস্থিত ছিলেন কেরামতপুর বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কেরামতপুর এম এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চরবেশাখী থানারহাট দাখিল মাদ্রাসার সুপার সহ অন্যন্যরা।
বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়,উচ্চ বিদ্যালয়, মাদ্রাসাসহ সকল প্রতিষ্ঠানে নিজ অর্থায়নে অর্থিক সহযোগিতা করে যাচ্ছেন মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মহি উদ্দিন চৌধুরী। এমন ভাবে প্রতিটি জনপ্রতিনিধি এগিয়ে এলে শিক্ষাব্যবস্থা আরো বহুগুন বেড়ে যেতো, পড়াশোনায় আরো এগিয়ে আসতো শিক্ষার্থীর।
বই পাওয়া শিক্ষার্থীরা বলেন- আমরা কৃতিত্বের সাথে সব সময় আলহাজ্ব মহিউদ্দিন চৌধুরীর এই উপহারের কথা চিরকাল মনে রাখবে। আমাদের নোয়াখালীতে তিনিই এই প্রথম আমাদের কে বই উপহার দিলেন।
মহি উদ্দিন চৌধুরী বলেন, আমি শিক্ষিত মার্জিত, মাদক সন্ত্রাস মুক্ত ইউনিয়ন ঘঠনে বদ্ধপরিকর। সেজন্যই আমি শিক্ষা এবং খেলাধুলাকে বেশী গুরুত্ব দিচ্ছি। বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করেছেন। হাজার হাজার স্কুল জাতীয়করণ, বছরে শুরুতেই বই প্রদান, শতভাগ বৃত্তিপ্রদানসহ শিক্ষাখাতে বিপ্লব ঘটিয়েছেন বঙ্গকণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল পার করে আমরা এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। সকল অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
অনুষ্ঠানের শেষে সকল শিক্ষার্থীদের মাঝে উপহার দেওয়া বই বিতরণ করা হয়েছে।