রাশেদুল ইসলাম
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালী জেলা শহর মাইজদীতে “Team Of Volunteers” সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার( ১৩ অক্টোবর) বিকালে সংগঠনের পরিচালক দুর্জয় ভৌমিকের সভাপতিত্বে ও রনি শীল রূপকের সঞ্চালনায় কেক কাটার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুদ্দিন স্যার ( সিভিল জনাব সার্জন অফিসার) , সিরাজুদ্দৌলা( টি আই প্রশাসন, ইসপেক্টর) এবং জনাব মোঃ দেলোয়ার হোসেন (সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ, প্রিন্সিপাল কমিটি, নোয়াখালী জেলা)।
নানা সাংগঠনিক বক্তব্য এবং কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি সফল হয়৷ টিম অফ ভলেন্টিয়ার্স এর পরিচালক কমিটি জানায় আগামীতে সুন্দর ও সবুজ বনায়ন নোয়াখালী, তরুন সমাজ কে মানবিক কাজের প্রতি অনুপ্রেরণা সহ, মাদকমুক্ত সমাজ গঠন এ কাজ চলমান রাখবে তারা।