ঢাকাThursday , 12 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ফিলিস্তিনের মুসলমানদের উপর হা’ম’লার প্রতিবাদে বিশাল বি’ক্ষো’ভ মিছিল

দেশ চ্যানেল
October 12, 2023 4:49 pm
Link Copied!

রাশেদুল ইসলাম নোয়াখালী জেলা প্রতিনিধি

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং গাজা উপত্যকায় অবৈধ দখলদার ইসরাইলের আগ্রাসী হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ ই অক্টোবর বৃহস্পতিবার বিকেলে তিনটা থেকে নোয়াখালী জেলা জামে মসজিদ চত্বরে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

নুসরাতুল মুসলিমীন ফাউন্ডেশন এর সার্বিক তত্ত্বাবধানে এবং নোয়াখালীর সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

নির্দিষ্ট সময়ের পর শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ মিছিলে যোগ দিতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের তৌহিদি জনতা একত্রিত হয়। এ সময় তারা ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

অনেকের হাতে আবার ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে এবং ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন লেখা সম্বলিত প্লাকার্ড দেখা যায়। বিক্ষোভ মিছিলের শুরুর আগ মুহূর্তে পুরো এলাকার লোকের লোকারণ্য হয়ে যায়।

নুসরাতুল মুসলিমীন ফাউন্ডেশন এর সভাপতি মাওলানা ইসহাক আশরাফির সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি শাহাদাত হোসাইন জাফরী এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, ৬ নং নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুসরাতুল মুসলিমীন ফাউন্ডেশন এর সিনিয়র সহ-সভাপতি মুফতি ইমাদ উদ্দিন আনসারী, মাওলানা ফিরোজ আলম সহ নোয়াখালীর বিভিন্ন ওলামায়ে কেরাম বৃন্দ এবং সর্বস্তরের তৌহিদী জনতা।

আসরের নামাজের পর জেলা জামে মসজিদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে জামে মসজিদ মোড়, মাইজদী পৌর বাজার দিয়ে ঘুরে সুধারাম মডেল থানা হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করা হয় এবং ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলা বন্ধের জোর দাবি জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST