ঢাকাMonday , 15 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে গাছের সাথে ধাক্কা খেয়ে প্রাণ গেল ছাত্রলীগ নেতার

দেশ চ্যানেল
January 15, 2024 2:59 pm
Link Copied!

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সড়কে পড়ে থাকা ইটের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কাজল রায় (১৯) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে দেবীগঞ্জ পৌরসভার নতুনবন্দর এলাকার রিপন ইসলাম (২০) নামের মোটরসাইকেলের অপর আরোহী। সোমবার দুপুরে উপজেলার সোনাহার ইউনিয়নের বসুনিয়ারহাট-চিকারহাট সড়কের গোয়ালপাড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত কাজল রায়ের বাড়ি উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের কালিগঞ্জ ঢাকাইয়া পাড়া এলাকায়। তিনি ওই এলাকার তাপস রায়ের ছেলে। কাজল উপজেলার কালিগঞ্জ বিএম কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করতো। তিনি ওই কলেজ ছাত্রলীগ শাখার সহ-সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ব্যাক্তিগত কাজে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে নীলফামারী জেলার ডোমার উপজেলার চিকারহাটে যাচ্ছিলেন। পরে তিনি উপজেলার সোনাহার ইউনিয়নের বসুনিয়ারহাট-চিকারহাট সড়কের গোয়ালপাড়া এলাকায় পৌঁছলে সড়কে পড়ে থাকা একটি ইটের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে থাকা একটি ইউক্যালিপটাস গাছের সাথে ধাক্কা খান। এসময় তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে মোটরসাইকেলের অপর আরোহী রিপন ইসলাম সহ সড়কের পাশেই ছিটকে পড়েন। তবে এতে কাজলের মাথা থেতলে গেলেও অপর আরোহী রিপন সামান্য আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহায়তায় কাজলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম সড়ক দূর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল আমরা করেছি। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST