মো আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি,
রবিবার ১২ অক্টোবর সকাল ৯টা সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান এর সভাপতিতে, প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ সাবেত আলী, বিশেষ অতিথি পুলিশ সুপার পঞ্চগড় মোঃ মিজানুর রহমান মুন্সী,উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন সহ সকল সরকারি দপ্তর প্রধান ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
সকলের উপস্থিতে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
এ সময় তাদের বক্তব্যে বলেন সরকারি ভাবে বিনামূল্যে ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত শিশুদের ১ ডোজ করে টাইফয়েড টিকা প্রদান করা হবে। পঞ্চগড় জেলার ১ হাজার ৮৪৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ লক্ষ ৬২ হাজার ১৭৭ জন শিক্ষার্থীদের মাঝে টাইফয়েড টিকা প্রদান করা হবে।
এই ক্যাম্পেইন চলবে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।