মো আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি।
পঞ্চগড় করতোয়া নদীর পাড়ের শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ’র উদ্যোগে চেম্বার ভবনে এসব কম্বল বিতরন করা হয়।
পঞ্চগড় জেলা চেম্বারের নবনির্বাচিত সভাপতি শরিফ হোসেন, সহ-সভাপতি আব্দুল সামাদ পুলক, ট্রেজারার শফিউজ্জামান রুবেল পাটোয়ারী ও পরিচালক হায়াতুন আলম এসব কম্বল ভূক্তভোগীদের হাতে তুলে দেন।
এ সময় বক্তারা বলেন আমরা দেখছি পঞ্চগড়ের অসহায় ছিন্নমূলল মানুষেরা শীতার্ত। বিভিন্ন মিডিয়ায় খবর দেখে মানবিক মূল্যবোধ থেকে আমাদের সাধ্যমত আজ আট শতাধিক কম্বল বিভিন্ন বয়সীদের মাঝে বিতরন করা হয়েছে। আগামিতে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।
পঞ্চগড় পৌরসভা এলকার করতোয়া নদীর তিরবর্তি এলাকার আট শতাধিক শীতার্ত নারী-পুরুষ, শিশু এবং মাদ্রাসার এতিম ছাত্রদের কম্বল দেওয়া হয়। কম্বল পেয়ে খুশি ভূক্তভোগীরা।