ঢাকাSunday , 24 November 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • পঞ্চগড় প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক নাসের বাবুল।

    দেশ চ্যানেল
    November 24, 2024 2:45 pm
    Link Copied!

    মো আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি

    প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক হলেন নাসের বাবুল।তিনি ছলিয়াপাড়া শেখের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।শিক্ষকতা পেশায় শিক্ষক পরিবারের কেউ বিপদে পড়লে তার পাশে দাড়াতেন।শিক্ষকদের ন্যয্য দাবী আদায়েও  তিনি ছিলেন সক্রিয়। পঞ্চগড় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।ছাত্র রাজনীতিতে দক্ষতার সাথে নেতৃত্বের দায়িত্ব পালন করেন।  জেলা জুড়ে রয়েছে তার নিজ হাতে তৈরী অসংখ্য শিষ্য, রয়েছে শুভাকাঙ্ক্ষীর সংখ্যাও।পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস নির্বাচিত হয়েছিলেন তিনি।শিক্ষাঙ্গনে যে কোন অন্যায়ের বিরুদ্ধে সামনের কাতারে অবস্থান ছিল তার।সর্বশেষ পঞ্চগড় জেলা বিএনপি প্রতিষ্ঠাতা ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন। পরবর্তীতে নিজস্ব মেধা ও যোগ্যতায় প্রধান শিক্ষকের চাকুরী পান তিনি।অতীতে ছাত্র রাজনীতি ও বিএনপি করার জন্য, শেখ হাসিনার পাতানো জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে জুলুম নিপীড়ন, কারাগার বরণ করতে হয়েছে অনেক নেতাকর্মীদের, এ যাত্রায় তিনিও ছাড় পাননি।অন্যায় ভাবে ভোটের আগে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছিলো।ছাত্র জীবনেও একাধিক বার মামলা হামলার শিকার হয়েছিলেন তিনি।নাসের বাবুলের অপরাধ ছিলো বাংলাদেশ জাতীয়তাবাদীর চেতনা ধারনের জন্য।বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার দীর্ঘ দেড় যূগ পর সর্বসম্মতিক্রমে শনিবার (২৩নভেম্বর) পৌর শহরের নতুন বস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে  জেলা আহ্বায়ক মো: নাসের বাবুল কে মনোনীত করা হয়েছে এবং তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মকবুলার রহমান কে যুগ্মআহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। জেলার পাঁচ উপজেলার শিক্ষকদের নিয়ে এই কমিটি গঠন করা হয়।শিক্ষকরা জানান প্রায় দেড় যুগ ধরে প্রাথমিক শিক্ষক সমিতিতে একই ব্যাক্তি নেতৃত্বে থাকায় সংগঠনের কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়েছিল। এজন্য আলোচনার মাধ্যমে আপাদত আহবায়ক  কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও শিক্ষকদের বদলিজনিত এবং পেনশন সমস্যা তো লেগেই আছে। নতুন আহবায়ক কমিটি আমাদের এই সমস্যাগুলো নিরসনে সহায়ক ভূমিকা পালন করবেন বলে আমরা আশাবাদী। পঞ্চগড় জেলায় প্রায় পাঁচ  হাজার শিক্ষক প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকতা করছেন। বদলিজনিত সমস্যা যাতে অচিরেই দূর করা হয়। অবসরের পর শিক্ষকগন সময়মত পেনশন না পাওয়া। আমরা চাই আহ্বায়ক কমিটি যেন জেলার পাঁচ উপজেলায় দ্রুত কমিটি করেন।এবং শিক্ষকদের যে কোন সমস্যা নিরসনে যথেষ্ট ভূমিকা পালন করবেন আহবায়ক কমিটি।

    কমিটির আহবায়ক নাসের বাবুল সাংবাদিকদের জানান প্রাথমিক শিক্ষক সমিতির কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে অচিরেই  পাঁচ উপজেলায় কমিটি গঠন করা হবে। প্রাথমিক শিক্ষকদের যে কোন সমস্যা সমাধানে আমি চেস্টা করবো।যে দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে তা আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করব।এছাড়াও সংগঠনের কিছু সংস্কারের পর ভোটার তালিকা প্রস্তুত করে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST