বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার,নওগাঁ।
নওগাঁর পত্নীতলায় স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও গ্রাম উন্নয়ন দলের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে এডভোকেসি ও লিংকেজ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারী ২০২৬) সকালে উপজেলার পাটিচড়া ও ঘোষনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পৃথকভাবে এই সভার আয়োজন করা হয়।
বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’-এর ‘টেকসই পুষ্টির লক্ষ্যে বৈশ্বিক জোট’ কর্মসূচির আওতায় এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার সমন্বয়কারী মোঃ আসির উদ্দীন।
সকাল ১০টায় পাটিচড়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সবেদুল ইসলাম (রনি)। সভায় ইউনিয়নের ১০টি গ্রাম উন্নয়ন দলের প্রতিনিধিরা তাদের বিগত দিনের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন। তারা নিজ নিজ এলাকার অগ্রাধিকার ভিত্তিক সমস্যা ও পুষ্টি বিষয়ক বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে ইউনিয়ন পরিষদের সাথে বিস্তারিত আলোচনা করেন।
চেয়ারম্যান ও সদস্যগণ গ্রাম উন্নয়ন দলগুলোর উত্থাপিত সমস্যাগুলো শোনেন এবং পর্যায়ক্রমে সেগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন।
অনুরূপ একটি এডভোকেসি ও লিংকেজ সভা উপজেলার ঘোষনগর ইউনিয়ন পরিষদেও অনুষ্ঠিত হয়। সেখানেও গ্রাম উন্নয়ন দলের সদস্যবৃন্দ স্থানীয় সরকারের প্রতিনিধিদের সাথে সরাসরি মতবিনিময় করেন।
উভয় সভায় অংশগ্রহণকারীগণ জানান, এ ধরণের সভার মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ এবং সরকারি দপ্তরগুলোর মধ্যে একটি শক্তিশালী মেলবন্ধন তৈরি হয়েছে। তৃণমূলের সমস্যাগুলো সরাসরি জনপ্রতিনিধিদের কাছে পৌঁছানোর সুযোগ করে দেওয়ার জন্য তারা ‘দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’-কে ধন্যবাদ জানান।

