মোঃ শিমুল হোসেন
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নের অন্তর্গত পূর্ব উচনা(উত্তর পাড়া) এলাকা থেকে ৩০ বোতল ফায়ারডিল সহ একজন(০১) মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ।
গ্রেফতারকৃত হলেন জয়পুরহাট সদর উপজেলার রাঘবপুর গ্রামের মোঃ আবু তাহের এর ছেলে মোঃ ছাব্বির হোসেন (১৭)
মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নুরে আলম এর দিক নির্দশনায় গোয়ান্দা শাখার ভারপ্রপ্ত কর্মকর্তা ওসি (ডিবি) শাহেদ আল মামুনের নেতৃত্বে পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নের পূর্ব উচনা উত্তরপাড়া এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোঃ সাগর সরকার,এএসআই(নিঃ) মোঃ আকতার হোসেন, ও সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেফতার করে।
গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (ডিবি) শাহেদ আল মামুন জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পাঁচবিবি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।