মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাটাদহ কয়ড়া উচ্চ বিদ্যালয়ের ৮২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোজ শনিবার ২২ ফেব্রুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে প্রথম কুরআন তেলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় পতাকার সম্মান প্রদর্শন, শপথ বাক্যপাঠ ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়।
আব্দুর সবুর (লাল) চাকলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার (শামীম)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ খান, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, সরিষাবাড়ী কলেজের সাবেক অধ্যাপক আব্দুস সালাম, মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রতন, মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, ৬নং আদারভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, ৫নং জোড়খালী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমানসহ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আব্দুল হালিম সহকারী শিক্ষক ।
অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, নৃত্য ও নাটক পরিবেশন করে যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীতে আরও বড় পরিসরে সফলতা অর্জন করবে বলে আমি আশাবাদী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “আমাদের বিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম নিয়মিত আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখে।
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান শেষ হয় এবং উপস্থিত সবাই শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।