মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
২০২৫–২৬ অর্থবছরের আভ্যন্তরীন আমন চাল সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ১১ডিসেম্বর সকাল ১১.৩০টায় স্থানীয় খাদ্য গুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুপময় চাকমা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অসিএলএসডি) গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।
কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার প্রতিবছর চাল সংগ্রহ করে থাকে। এরই ধারাবাহিকতায় চলতি মৌসুমে আভ্যন্তরীন আমন চাল সংগ্রহের মাধ্যমে বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এ কার্যক্রমের উদ্ভোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা চাল সংগ্রহ কার্যক্রমের বিভিন্ন দিক পরিদর্শন করেন।

