মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির পানছড়িতে ‘খামারি’ মোবাইল অ্যাপ ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর বুধবার সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলা অডিটরিয়ামে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
কৃষকদের ডিজিটাল সেবা ব্যবহারে সক্ষম করে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণ আয়োজন করে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ফার্মগেট, ঢাকা। প্রশিক্ষণটি কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এর অর্থায়নে বাস্তবায়িত হয়।
প্রশিক্ষণে উপজেলার কৃষি কর্মকর্তা ও মাঠ পর্যায়ের কৃষি কর্মীদের পাশাপাশি স্থানীয় কৃষকগণ অংশ নেন। অ্যাপ ব্যবহার করে কীভাবে কৃষি তথ্য, সেবা ও বাজারমূল্য জানা যায়, তা হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দেখানো হয়।
‘খামারি’ অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে সহজেই ব্যবহার করা যাবে বলে জানানো হয়।

