মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়িঃ
পানছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
৩০ ডিসেম্বর সোমবার বিকেল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পানছড়ি উপজেলা শাখার অফিস কক্ষে স্থানীয় অসহায় ও শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামি পানছড়ি উপজেলা শাখার সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেক্রেটারি হাফেজ মো. নুরুজ্জামান, বাইতুল মাল সম্পাদক আব্দুল খালেক, প্রচার সম্পাদক আবুল কাশেমসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলবৃন্দ।
বিতরণকালে বক্তারা বলেন, এই শীতে অসহায় মানুষগুলো খুব কষ্টে দিন পার করছে, সবার উচিত তাদের পাশে দাঁড়ানো, এরকম আয়োজন সামনে আরও নেয়া হবে।