খাগড়াছড়ি প্রতিনিধি:
পানছড়ির উল্টাছড়িতে সন্ত্রাসীদের হামলায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ, উল্টাছড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল হাসেম আহত হয়েছে।
জানা যায়, জমিসংক্রান্ত বিষয় নিয়ে উল্টাছড়ি ইউনিয়নের ওমর পুর গ্রামে প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল হাসেম এর সাথে পানছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক একটি জমিসংক্রান্ত বিষয় সমাধান করে আসার পথে জিয়া নগর গ্রামের মৃত্যু আব্দুল্লাহর ছেলে মোঃ নুর ইসলাম, হানিফের ছেলে আল মামুন, নজরুল ইসলামের ছেলে সুমনের নেতৃত্বে ২০/২৫ জন মিলে বিএনপি নেতাদের উপর হামলা করে। আহতরা পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছেন।
পানছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামী আল মামুন ও সুমন দুজনকে আমরা গ্রেফতার করেছি, মামলা প্রক্রিয়াধীন আছে। এই ঘটনায় উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।