ঢাকাSaturday , 30 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

পানছড়ির দূর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন।

দেশ চ্যানেল
August 30, 2025 3:57 pm
Link Copied!

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

পানছড়ির দুর্গম অঞ্চলে খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ঔষধ প্রদান করা হয়েছে। দুর্গম অঞ্চলের মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোনের এ মেডিকেল ক্যাম্পেইনে প্রায় তিন শতাধিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

৩০ আগষ্ট শনিবার সকালে পানছড়ি উপজেলার দুর্গম ছোট তারাবনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পেইনে খাগড়াছড়ি সেনা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম পিএসসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

দিনব্যাপি বিনামুল্যে মেডিকেল ক্যাম্পেইনে ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রাকিবুল ইসলাম, এফসিপিএস, এমসিপিএস, ডিসিপি খাগড়াছড়ি জোনের নেতৃত্বে মেজর মোহাম্মদ মোজাম্মেল হোসেন খান, এমডিএস, মেজর তুফা তুনাজ্জিনা ইসলাম, এমডিএস, ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, আরএমও, ক্যাপ্টেন তাসমিয়া শফিক, এমডিএস চিকিৎসা সেবা প্রদান করেন।

চিকিৎসা সেবা নিতে আসা শান্তিময় চাকমা, বিনতা চাকমা, রুখুমনি চাকমা, সুক রঞ্জন চাকমা সহ স্থানীয় জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার জন্য নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।

খাগড়াছড়ি সেনা জোন অধিনায়ক লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম পিএসসি বলেন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ের সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনী নিয়মিতভাবে মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।”

৫ ফিল্ড এ্যাম্বুলেন্স অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রাকিবুল ইসলাম, এফসিপিএস, এমসিপিএস, ডিসিপি বলেন, দুর্গম পাহাড়ে চর্মরোগ, চোখে কম দেখা, কোমড়ে ব্যাথা, জ্বর, নারীদের নানাবিদ সমস্যা নিয়ে রোগীগন এসেছেন। দোভাষী সহ আমরা নারীদের জন্য গাইনি নারী চিকিৎসক ও পুরুষদের জন্য পুরুষ চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবা প্রদান করেছি। এ সময় স্টাফ অফিসার ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল সহ অন্যান্য সেনা প্রশাসনিক কর্মকর্তাগন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST