মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
পানছড়ি বাজার কেন্দ্রীয় দেবালয় মন্দিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় স্মরণসভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
১৬ জানুয়ারী শুক্রবার বিকাল ৩টায় পানছড়ি বাজার কেন্দ্রীয় দেবালয় মন্দিরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন। মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু অর্জুন সাহার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিঃ সহসভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবু বিমান কান্তি দেব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সহ সভাপতি শুভাষ দেব।অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীরা বেগম খালেদা জিয়ার আত্বার শান্তি কামনায় প্রার্থনা করেন।

