মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
’ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া’র পক্ষ থেকে পানছড়ি ফুটবল একাডেমীর খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন পানছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দল।
২১ আগষ্ট বৃহস্পতিবার বিকেল ৪টায় পানছড়ি উপজেলা পরিষদ মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল কায়েস শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ ইদ্রিস আলী, সদস্য সচিব সাইদুল আলম, যুগ্ন আহবায়ক চাঁন মিয়া, যুগ্ন আহবায়ক আমানুল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মাহফুজুর রহমান, উপজেলা জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জাহিদুল হোসেন (রুমন) প্রমুখ।