মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৫ সালে জিপিএ -০৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দশম শ্রেণীর অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুলাই বুধবার বিকেল ৩টায় বিদ্যালয়ের হলরুমে এডহক কমিটির সভাপতি শাহেদুল হোসেন সুমন’র সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহম্মেদ, এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি আবুল কাশেম, অভিভাবক প্রতিনিধি তোফাজ্জল হোসেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অনুপ দত্ত তালুকদার, বিশ্বময় চাকমা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এডহক কমিটির সভাপতি শাহেদুল হোসেন সুমন বলেন, বিদ্যালয়ের সার্বিক পরিবর্তন এবং শিক্ষার মানোন্নয়নে সকল পক্ষের সহযোগিতা প্রয়োজন। এ সময় জিপিএ -০৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ২০০০ টাকা করে উপহার প্রদান করেন অত্র বিদ্যালয়ের সভাপতি শাহেদুল হোসেন সুমন।