মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি:
পানছড়ি সাবজোন (৩০ বীর আওতাধীন) কর্তৃক পাহাড়ি-বাঙালি অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
৭ আগষ্ট বৃহস্পতিবার সকাল ৯.৫০টায় পানছড়ি সাবজোন এর এমটি গ্যারেজ এ পানছড়ি সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম উপস্থিত থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ৪০ জন পাহাড়ি-বাঙালি অসহায় ও দুস্থদের মাঝে বিতরনকৃত ত্রাণ সামগ্রী ছিলো প্রতিজনকে চাল ৫ কেজি, চিনি ১ কেজি, ডাল ১ কেজি, ছোলা ১ কেজি, আটা ২ কেজি।
এ সময় সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার উদ্দিন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মির্জা মোস্তাফিজুর রহমান (ক্যাস্প জেসিও) ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।