ঢাকাWednesday , 4 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • পার্বতীপুরে চুরি যাওয়া রেল লাইনসহ অন্যান্য মালামাল উদ্ধার

    দেশ চ্যানেল
    October 4, 2023 10:58 pm
    Link Copied!

    মো. মোরসালিন ইসলাম দিনাজপুর প্রতিনিধি

    দিনাজপুরের পার্বতীপুরে সম্প্রতি প্রায় ৫ কিলোমিটার রেললাইন চুরি করে চোর চক্রের সদস্যরা।সেই রেল লাইনগুলোর কিছু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ।সেই উদ্ধার করা রেললাইন গুলি পুনরায় চুরি হয়। পরবর্তীতে যমুনা টেলিভিশনে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর উদ্ধার হওয়া রেললাইনসহ ৫ কিলোমিটার রেল লাইন ও অন্যান্য রেলের বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করেছে পার্বতীপুর জিআরপি পুলিশ।

    গত ৩০ সেপ্টেম্বর(শনিবার) পার্বতীপুর ও বদরগঞ্জ উপজেলা থেকে রেলওয়ের ঐসব মালামাল উদ্ধার করা হয়।তবে এই ঘটনায় কাউকে আটক দেখানো হয়নি।

    জানা গেছে, দিনাজপুরের পার্বতীপুরের ভবানীপুর-মধ্যপাড়া পাথরখনি রেলপথটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকায় প্রতিনিয়ত চুরি হয়ে যাচ্ছে এই পথের রেললাইন।এরই মধ্যে ওই রেলপথের প্রায় পাঁচ কিলোমিটার রেললাইন চুরি করে নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা।
    সম্প্রতি পার্বতীপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন বাফার গোডাউন থেকে রেললাইন উদ্ধারের পর নড়ে চড়ে বসে সংশ্লিষ্টরা।বিভিন্ন সময়ে চুরি যাওয়া এসব মালামাল একটি বাড়িতে মজুদ রাখা আছে,এমন সংবাদের ভিত্তিতে গত ৩০ সেপ্টেম্বর (শনিবার)দুপুর সাড়ে বারোটা থেকে দুইটার মধ্যে পার্বতীপুর রেলওয়ে থানার ওসি একেএম নুরুল ইসলাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন।অভিযানে উপজেলার রামপুর ইউনিয়নের রঘুনাথপুর ঘাটপাড়া গ্রামের মৃত মেইল্যা কান্তির ছেলে করুনা কান্তির বাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা এক ফিট দৈর্ঘ্যের দশটি রেলের কাটা অংশ,এক ফিট সাইজের দুইটা ফ্রান্স,চারটি হুকের টুকরা,চার পিস ওয়েব এবং তিনটি ই-সাইজের ৫৩টি রেলের টুকরা উদ্ধার হয়।
    একই সময় আরেকটি তথ্যের ভিত্তিতে অভিযান চালালে উপজেলার সীমান্তবর্তী রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের মৃত সোবহানের ছেলে হারিজুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার হয় রেল লাইনের চার ফিট দৈর্ঘ্যের ৬০পিস ফ্রান্স
    (রেল লাইনের উপরের পাত)।

    অভিযানকালে কেউ বাড়িতে না থাকায় তাদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
    পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে,যাদের বাড়ি থেকে এসব মালামাল পাওয়া গেছে,তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।উদ্ধার হওয়া মালামাল পার্বতীপুরের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী(পথ)আল আমিনের নিকট হস্তান্তর করা হয় শনিবার সন্ধ্যায়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST