ঢাকাWednesday , 4 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • পার্বতীপুরে দুপুরেই বিদ্যালয় ছুটি দিলেন প্রধান শিক্ষক!

    দেশ চ্যানেল
    October 4, 2023 11:02 pm
    Link Copied!

    মো.মোরসালিন ইসলাম
    দিনাজপুর প্রতিনিধি

    মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিপত্র অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের সকল ম্যাধমিক বিদ্যালয় চালু রাখার কথা থাকলেও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার আকস্মিক পরিদর্শনে এর ব্যত্যয় ধরা পড়লো পার্বতীপুর উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে।২ অক্টোবর (সোমবার)বেলা ২টায় গোপন সুত্রে এ অনিয়মের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পান উপজেলা এ্যাকাডেমিক সুপারভাইজার বিভাষ চন্দ্র বর্মন।

    বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মোশারফ হোসেন সমাজ,মজিদুল ইসলাম ও বিভিন্ন গনমাধ্যমের সংবাদকর্মীগণ এসময় উপস্থিত ছিলেন।
    এ্যাকাডেমিক সুপারভাইজার জানান, ওই বিদ্যালয়ে এসে তিনি কোনো শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এমনকি প্রধান শিক্ষকের দেখা পাননি।সকল শ্রেনী কক্ষে তালা ঝুলছে।অত্র বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীর সংখ্যা ২৭ হলেও একমাত্র পিয়ন আশরাফুল ছাড়া কাউকে পাওয়া যায়নি।প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১ হাজার ও শিক্ষকের সংখ্যা ২১ জন।এর মধ্যে ৫ জন খন্ড কালীন শিক্ষক রয়েছেন।
    এ ব্যাপারে তিনি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিকের কাছে তাৎক্ষনিকভাবে রির্পোট করেছেন।বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক বলেন,এই ঘটনা আমাকে অবহিত করা হয়েছে।২৪ ঘন্টার নোটিশে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মিটিং ডেকে অভিযুক্ত প্রধান শিক্ষকসহ অন্যান্যের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।অভিযোগের বিষয়ে মুঠোফোনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেক উল্লাহ বলেন,আমরাও সকাল ১০টা থেকে বিকলে ৪টা পর্যন্ত বিদ্যালয় চালু রাখি। কিন্তু এসএসসি নিবার্চনী পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা ৩০ মিনিটে পর্যন্ত চলায় পরীক্ষা গ্রহন শেষে উত্তরপত্র জমা নিয়ে বিদ্যালয় ছুটি দেয়ার কথা তিনি স্বীকার করেন।মুঠোফোনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম প্রধান বলেন,বিষয়টি জানার পর আমি ঘটনা তদন্তে উপজেলা এ্যাকাডেমিক সুপারভাইজারকে ওই বিদ্যালয়ে পাঠাই।তিনি এর সত্যতা নিশ্চিত করেছেন।এ ব্যাপারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ প্রদান,ওই দিনের বেতন কর্তনসহ বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহনের এখতিয়ার বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির বলে তিনি জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST