ঢাকাSunday , 8 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

পিসিপি’র ২১তম কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন সম্পন্ন

দেশ চ্যানেল
October 8, 2023 11:39 am
Link Copied!

রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি

জনগণের সংগ্রামকে এগিয়ে নিতে পিসিপি নেতা-কর্মীদের যোগ্য ও দক্ষ হয়ে গড়ে উঠতে হবে : অংগ্য মারমা

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর ২১তম কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন গত ৬-৭ অক্টোবর ২০২৩ খাগড়াছড়িতে সম্পন্ন হয়েছে।

সম্মেলনের ১ম অধিবেশনে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর অন্যতম সংগঠক ও পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি অংগ্য মারমা নিপীড়িত জাতি ও জনগণের সংগ্রামকে এগিয়ে নিতে পিসিপি নেতা-কর্মীদেরকে আরো যোগ্য, দক্ষ ও লড়াইয়ে উপযুক্ত সৈনিক হিসেবে গড়ে উঠার আহ্বান জানিয়েছেন।

দু’দিন ব্যাপী প্রতিনিধি সম্মেলনের প্রথম দিন (৬ অক্টোবর) পিসিপির দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দলীয় পতাকা উত্তোলন করে ২১তম প্রতিনিধি সম্মেলন উদ্বোধন করা হয়। এছাড়া ডকুমেন্টারি প্রদর্শন, সংগঠনের গঠনতন্ত্র ও দাবিনামা সংশোধন, প্রতিনিধিদের বক্তব্য পর্বসহ ৫টি অধিবেশনে ভাগ করে সম্মেলন সম্পন্ন করা হয়।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শেষে গত ২৩ সেপ্টেম্বর ২০২৩ দীঘিনালায় সেনা মদদপুষ্ট মুখোশ বাহিনী সন্ত্রাসী কর্তৃক অপহৃত হওয়া কলেজ শিক্ষার্থী কর্নিয়া চাকমা’র মাধ্যমে তিন জনকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন পিসিপির সভাপতি অঙ্কন চাকমা।

“লড়াইয়ে উপযুক্ত কর্মী হোন, সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করুন” এই স্লোগানে ২১তম কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে ১ম অধিবেশনে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় সভাপতি অঙ্কন চাকমা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর অন্যতম সংগঠক অংগ্য মারমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পরিণীতা চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক রজেন্টু চাকমা। এতে স্বাগত বক্তব্য রাখেন পিসিপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শুভাশীষ চাকমা।

প্রাকৃতিক বৈরী পরিবেশ মোকাবিলা করে তিন পার্বত্য জেলা, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক পিসিপি’র প্রতিনিধি-পর্যবেক্ষক সম্মেলনে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST