পুঠিয়া রাজশাহী প্রতিনিধি
,মোঃদেলোয়ার সরকার আল-আমিন সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক পুঠিয়া উপজেলা এর সভাপতিত্বে পুঠিয়া বিড়ালদহ মাজার সংলগ্ন বাজারে উপজেলা যুবদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন বলেন যে যুবদলের প্রতিটি ইউনিটকে শক্তিশালী করতে হবে।বিপদ আপদে প্রতিটি মানুষের পাশে দাড়াতে হবে। তিনি আরও বলেন দুঃসময়ে যারা দলের জন্য কাজ করেছেন তাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে।স্বজন প্রীতির মাধ্যমে যুবদেলর মধ্যে যেন যুবলীগ প্রবেশ করতে না পারে সে দিকে সজাগ থাকতে হবে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক রায়হান,যুগ্ম আহবায়ক যুবদল,রাজশাহী,শহীদ মোহাম্মদ ইফতেখার,যুবদল রাজশাহী মহানগর।জাহাঙ্গীর হোসেন জেমস,যুবদল নেতা দুর্গাপুর উপজেলা।মাহমুদুর রহমান সোহেল, যুগ্ম আহবায়ক যুবদল পুঠিয়া উপজেলা। মেহেদী হোসেন যুবদল নেতা গোদাগাড়ী। মোঃপারভেজ যুবদল নেতা। রেজাউল করিম যুবদল নেতা।সঞ্চালনায়,মোঃ আহসান হাবিব যুবদল নেতা।