ঢাকাFriday , 23 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

প্রয়াত সাবেক দুই এমপির কবর জিয়ারত করলেন নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ফরহাদ।

দেশ চ্যানেল
January 23, 2026 2:20 pm
Link Copied!

জেলা প্রতিনিধি নড়াইল

প্রয়াত সাবেক দুজন এমপির কবর জিয়ারত করেছেন নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ দলীয় নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মরনমোড় এলাকায় পৌঁছালে স্হানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেত-কর্মীরা তাকে স্বাগত জানান।

লোহাগড়া উপজেলা বিএনপির সহ সভাপতি মো: হান্নান মোল্যার সভাপতিত্বে ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার পরিচালনায় বক্তব্য রাখেন জয়পুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার মো: আজাদুর রহমান, জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব এনামুল কবীর চন্দন, নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, লোহাগড়া উপজেলা কৃষক দলের আহবায়ক মেজবাহ উদ্দিন পারভেজ, লোহাগড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুবুর রহমান রাজ, বিএনপি নেতা হাদিয়ার রহমান। এরপর মরনমোড় বাজারে বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন করেন।

নির্বাচনী অফিস উদ্বোধন শেষে নড়াইল-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেএম ফরিদুজ্জামান ফরহাদ জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামের প্রয়াত সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট এম. মকবুল হোসেন এবং একই ইউনিয়নের বাবরা গ্রামের প্রয়াত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শরীফ খসরুজ্জানের কবর জিয়ারত করেন। এরপর তিনি লাহুড়িয়া ইউনিয়নের ঝাঁমারঘোপ এলাকায় গণসংযোগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST