মোঃরইস উদ্দিন রিপন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ রূপগঞ্জে ২ টি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছে।মঙ্গলবার(১২ ডিসেম্বর)সকাল ৯:৩০মিনিটের দিকে রূপগঞ্জের ৩০০ ফুট পূর্বাচল শেখ হাসিনা সরণি সড়কের সৃলফিনা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।এ সময় ঘটনাস্থল থেকে ৮ জনকে উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন।অপরদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন সহ মোট ৪জন নিহত হয়েছে।নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে।তারা হলেন ঝাউচর এলাকার বাসিন্দা ও সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের আপন চাচা এবং রাজধানীর সেগুন বাগিচা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম(৭২),রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা এলাকার মিলন মিয়া(২৬)।তাৎক্ষণিক নিহত বাকি ২ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।আহতদের মধ্যে রয়েছেন-নিহত নুরুল ইসলামের ছেলে পাপ্পু,চালক শুক্কুর আলী,অন্য এক প্রাইভেটকারের চালক মিলন মিয়া।প্রত্যক্ষদর্শী স্থানীয়রা দেশচ্যানেলকে বলেন-সকাল ৯টা৩০ মিনিটের দিকে কুড়িল বিশ্বরোডগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার ঢাকা মেট্রো(গ ১২-৪৭৬২)গাড়িটি বেপরোয়া ভাবে চালিয়ে নিয়ন্ত্রণ হারালে সড়কের একপাশ থেকে আরেকপাশে ছিটকে গেলে,কাঞ্চন গামী অপর একটি প্রাইভেটকার ঢাকা মেট্রো(গ-৪৩-৮৩৬৪)সাথে মুখোমুখি জোরালো সংঘর্ষ হয়।সংঘর্ষকালে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে ২ জন চালক ও যাত্রী সহ মোট ৮ জন গুরুতর আহত হয়।ঘটনার খবর পেয়ে পূর্বাচলফায়ার সার্ভিস ও রূপগঞ্জ থানা পুলিশ আহতদের উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনালের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।ঘটনার বিষয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক সাব্বির আহমেদ জানান-আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বাকি আহতদের চিকিৎসা চলছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান-ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মিলন নামের ১ জনের মৃত্যু হয়েছে।নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার(গ-সার্কেল)আবির হোসেন জানেন-দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে।পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত প্রাইভেট কার গুলোকে সরিয়ে নেওয়া হয়েছে বলেন তিনি।এদিকে দূর্ঘটনার খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।