মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৩ অক্টোবর) শুক্রবার পবিত্র জুমার নামাজের শেষে মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি পাতারহাট বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তরা ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ইসরায়েলি সকল পন্য বর্জনের হুশিয়ারি দেন। সেই সাথে ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরোচিত হামলা বন্ধের আহূান জানান।